বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ষড়যন্ত্র না করার আহ্বান জানিয়েছেন।
তিনি মঙ্গলবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেন। পোস্টে তিনি #StopPoliticalConspiracy এবং #WeAreAlreadySaheed হ্যাশট্যাগ ব্যবহার করে আন্দোলনকারীদের শহীদ হিসেবে উল্লেখ করেন।
এছাড়া, হাসনাত তার পোস্টে ১৮ জুলাইয়ের এক কথোপকথনের উল্লেখ করেছেন, যেখানে তিনি জানান, “ভাই, আপনাদের ছেলেদের রাস্তায় নামান।” এর উত্তরে তিনি লিখেছেন, “আমরা আপাতত সরকার পতন নিয়ে কিছু ভাবছি না।”
হাসনাত আরও অভিযোগ করেছেন যে, কিছু দল শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, “অবিশ্বাসযোগ্যভাবে জনগণের মুক্তির জন্য আন্দোলনকারীদের রক্তের ওপর পা রেখে কিছু দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।”
তিনি বলেছেন, “যারা জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তাদের কাছে একমাত্র বক্তব্য হবে, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা।”