ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন নির্বাচন কমিশনার হলেন যারা বার্সার প্রস্তাব পেয়েও যে কারণে যোগ দেননি বুফন মারা গেছেন সাবেক ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকট রিকশাচালকদের হটালো সেনাবাহিনী, যানচলাচল শুরু রামপুরায় অনিয়ম রোধে রেলে যুক্ত হলো ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট ল্যান্ডমাইন বিস্ফোরণের প্রাণহানিতে শীর্ষে মিয়ানমার সায়ানাইড দিয়ে বন্ধুদের হত্যার দায়ে এক নারীর মৃত্যুদণ্ড মামলা করতে গিয়ে গ্রেপ্তার সাবেক এমপি শাহজাহান ওমর সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে নিহত ৩৬ আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জেড আই খান পান্না মির্জা ফখরুলের সাথে বৈঠকে ভুটানের রাষ্ট্রদূত ড. ইউনূসের বিরুদ্ধে করা ৬ মামলা বাতিল শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এ কথা বলেননি ট্রাম্প ৪ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধি দল জামিন পেল সাংবাদিক শফিক রেহমান সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর জামিন স্থগিত এবার ভাইরাল কলার শিল্পকর্ম বিক্রি হলো ৬২ লাখ ডলারে আজ বিশ্ব টেলিভিশন দিবস 

তিতুমীরের আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৫:৪২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০৫:৪২:২৫ অপরাহ্ন
তিতুমীরের আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন চলছে। এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন করা উচিত নয়। তিনি মনে করেন, রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা বাস্তবসম্মত নয় এবং এটি কিছুটা অযৌক্তিক চাওয়া।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে। তবে সরকার যখন কঠোর হবে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। ট্রেনে ঢিল ছোড়া এবং এতে নারী ও শিশুদের আহত করার ঘটনাকে অমানবিক উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ উপায়ে দাবির পক্ষে থাকার আহ্বান জানান।

এদিকে, শিক্ষার্থীরা তাদের দাবির যৌক্তিকতা যাচাইয়ের জন্য একটি কমিশন গঠনের দাবি জানিয়েছেন। আন্দোলনের দ্বিতীয় দিনে তারা ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি পালন করছেন। তবে আন্দোলনের সময় ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং এটি ক্ষোভ থেকে হয়েছে বলে জানিয়েছেন।

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বলছেন, “ঢাকা উত্তরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এ কারণে আমরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছি।” তবে তারা পরিষ্কার করেছেন, এ মুহূর্তেই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা নয়, বরং কমিশন গঠন করে এর যৌক্তিকতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত চান।

আন্দোলনকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত এলে তারা আন্দোলন থেকে সরে আসবেন।


কমেন্ট বক্স