হামজা-তপুদের মতো নারী দলেও এশিয়ান কাপ বাছাইয়ের উন্মাদনা চলছে। জুনেই মিয়ানমারে বাছাইপর্ব খেলবেন আফিদা-মারিয়ারা। তার প্রস্তুতিতে জর্ডানে প্রীতি ম্যাচ খেলবে দল। এ উপলক্ষে বাফুফে আজ সংবাদ সম্মেলন করে, যেখানে সবচেয়ে আলোচিত প্রসঙ্গ ছিল সাবিনা খাতুন ও মাসুরা পারভীনের বাদ পড়া।
সাবিনা বাংলাদেশের নারী ফুটবলের কিংবদন্তী, তার নেতৃত্বেই দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে দল। তবুও কোচ পিটার বাটলার তাকে দলে রাখেননি। তার যুক্তি, “সাবিনার অনেক অর্জন আছে, তবে তার সময় শেষের দিকে।...
বিস্তারিত