ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে বন্দি থাকা নাগরিকদের মুক্ত করতে ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছেন। একই সঙ্গে, যারা বন্দিদের মুক্তি কার্যক্রমে সাহায্য করবে, তাদের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার পথও দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২০ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) নেতানিয়াহু সংক্ষিপ্ত সফরে গাজা সীমান্তের কাছাকাছি যান এবং সেখানেই এ ঘোষণা দেন।
নেতানিয়াহু বলেন,"যারা এই অঞ্চল ছাড়তে চায়, তাদের জন্য আমার বার্তা হলো, যদি কেউ আমাদের কাছে বন্দিদের এনে দেয়, সে নিজের এবং তার পরিবারের জন্য নিরাপদে এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় পাবে। আমরা প্রত্যেক জিম্মির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার দেব।"
ইসরাইলি সরকারের তথ্যমতে, হামাসের হাতে এখনও ১০১ জন বন্দি রয়েছেন। তবে তাদের এক-তৃতীয়াংশের বেশি হয়তো প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
নেতানিয়াহুর এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন বন্দিদের মুক্তির দাবিতে ইসরাইলজুড়ে গণবিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করে বন্দিদের মুক্তির ব্যবস্থা করেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের চাপ মোকাবিলায় জোরালো অবস্থান নিলেও হামাসের সঙ্গে কোনো চুক্তির বিষয়ে এখনও দৃঢ় সিদ্ধান্তের কথা জানাননি।
বুধবার (২০ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) নেতানিয়াহু সংক্ষিপ্ত সফরে গাজা সীমান্তের কাছাকাছি যান এবং সেখানেই এ ঘোষণা দেন।
নেতানিয়াহু বলেন,"যারা এই অঞ্চল ছাড়তে চায়, তাদের জন্য আমার বার্তা হলো, যদি কেউ আমাদের কাছে বন্দিদের এনে দেয়, সে নিজের এবং তার পরিবারের জন্য নিরাপদে এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় পাবে। আমরা প্রত্যেক জিম্মির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার দেব।"
ইসরাইলি সরকারের তথ্যমতে, হামাসের হাতে এখনও ১০১ জন বন্দি রয়েছেন। তবে তাদের এক-তৃতীয়াংশের বেশি হয়তো প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
নেতানিয়াহুর এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন বন্দিদের মুক্তির দাবিতে ইসরাইলজুড়ে গণবিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করে বন্দিদের মুক্তির ব্যবস্থা করেন।
ইসরাইলি প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের চাপ মোকাবিলায় জোরালো অবস্থান নিলেও হামাসের সঙ্গে কোনো চুক্তির বিষয়ে এখনও দৃঢ় সিদ্ধান্তের কথা জানাননি।