দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার মধ্যে আসন্ন টেস্ট সিরিজ ঘিরে উত্তেজনা তুঙ্গে। চলতি মাসের ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা চোট কাটিয়ে ফিরেছেন দলে, তাই আবারও নেতৃত্বে দেখা যাবে তাকে।
দলে ফিরেছেন দুই পেসার মার্কো ইয়ানসেন আর জেরাল্ড কুটজিয়া, যারা প্রায় ১১ মাস পর টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন। ইয়ানসেন তার শেষ টেস্ট খেলেছিলেন জানুয়ারিতে ভারতের বিপক্ষে, আর কুটজিয়া সেই একই সিরিজে খেলেছিলেন তার তৃতীয় ও শেষ ম্যাচ।
এদিকে, ডেন পিট বাদ পড়েছেন। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে এবার থাকছেন কেশাভ মহারাজ আর সেনুরান মুথুসামি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজের পারফরম্যান্স বিবেচনায় বেশ কিছু রদবদল করেছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, জেরাল্ড কুটজিয়া, টনি ডি জোর্জি, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।
দলে ফিরেছেন দুই পেসার মার্কো ইয়ানসেন আর জেরাল্ড কুটজিয়া, যারা প্রায় ১১ মাস পর টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন। ইয়ানসেন তার শেষ টেস্ট খেলেছিলেন জানুয়ারিতে ভারতের বিপক্ষে, আর কুটজিয়া সেই একই সিরিজে খেলেছিলেন তার তৃতীয় ও শেষ ম্যাচ।
এদিকে, ডেন পিট বাদ পড়েছেন। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে এবার থাকছেন কেশাভ মহারাজ আর সেনুরান মুথুসামি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজের পারফরম্যান্স বিবেচনায় বেশ কিছু রদবদল করেছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, জেরাল্ড কুটজিয়া, টনি ডি জোর্জি, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।