প্রতারণার দায়ে অভিযুক্ত গৌতম আদানি

আপলোড সময় : ২১-১১-২০২৪ ১০:২২:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৪ ১০:২২:২৪ পূর্বাহ্ন
ভারতীয় গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়া এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের প্রতারণার অভিযোগ আনা হয়েছে।আজ বৃহস্পতিবার ভয়েস অব আমেরিকার একটি প্রতিবেদনে জানা যায়, উৎকোচ স্কিমের মাধ্যমে ভারতের সৌর শক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করেছেন আদানি।প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার স্থানীয় সময়ে নিউইয়র্কের একটি আদালতে আদানির বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়।প্রসিকিউটররা জানিয়েছেন, গৌতম আদানি এবং অন্যান্য সিনিয়র এক্সিকিউটিভরা তার পুনর্নবীকরণযোগ্য জ্বালানি কোম্পানির জন্য চুক্তি নিশ্চিত করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থপ্রদানে সম্মত হয়েছেন যা ২০ বছরে ২ বিলিয়ন ডলারের বেশি লাভ করবে বলে আশা করা হচ্ছে।

আদানি গ্রুপ অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি বলে জানিয়েছে বিবিসি।তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি সেই সব বিনিয়োগকারীকে প্রতারিত করেছেন যারা একটি প্রকল্পে বিনিয়োগ করেছেন। তিনি জানাননি যে ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটিরও অধিক ডলার ঘুষ দিয়ে সৌর শক্তি সরবরাহের এই কন্ট্রাক্টটি পান।

আদালতের অনলাইন রেকর্ডে আদানির পক্ষের আইনজীবীদের তালিকা প্রকাশ করা হয়নি।গৌতম আদানি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ বলে মনে করা হয়। কয়লা ব্যবসায় তিনি নিজের ভাগ্য গড়ে তোলেন। পরে আদানি গ্রুপ প্রতিরক্ষার সরঞ্জাম থেকে শুরু করে রাস্তা নির্মাণ এমনকি ভোজ্য তেল বিক্রিসহ ব্যবসার বিভিন্ন দিকে সম্পৃক্ত হয়েছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv