আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার

আপলোড সময় : ২১-১১-২০২৪ ১২:২৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৪ ১২:২৩:০০ অপরাহ্ন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি শাকিব খানের সঙ্গে সিনেমা করার আগ্রহ প্রকাশ করে আলোচনায় এসেছেন। এরই মধ্যে গুরুতর অভিযোগ এনে আবারও শিরোনামে তিশা। তার দাবি, লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এক যুবক।

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে এই অভিযোগ করেন তাসনুভা তিশা। তিনি ‘কাউসার’স কিংডম’ নামের একটি ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ আনেন। এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে অভিযুক্ত যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিশা।

লাইভে তাসনুভা তিশা বলেন, "কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার এবং সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক। কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কিনা সন্দেহ। কারণ, তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২.১ মিলিয়ন ছাড়িয়েছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে।"

ঘটনার বিস্তারিত তুলে ধরে তাসনুভা তিশা বলেন, "আউটডোর শুটিংয়ে আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল মাইক্রোফোন পরার আলাদা জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনও এমন কাজ করবেন না। তাই নিজের মতো করে লেপেল পরছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও তিনি ধারণ করে ‘কাউসার’স কিংডম’ নামের পেজে আপলোড করেন।"

তিনি আরও বলেন, "কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব থাকলে মানুষ এমন কাজ করে! কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন, কিন্তু তারা আদতে সাংবাদিক নন। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি যেন কোনো শুটিং স্পটে না আসতে পারেন। তাকে বয়কট করা উচিত।"

তিশা জানান, ওই যুবকের পেজে আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে। তিনি বলেন, "পেজে শুধু আমি নই, আরও অনেক অভিনেত্রীর ভিডিও দেখেছি। লুকিয়ে ধারণ করা এসব ভিডিও পেজে পোস্ট করা হয়েছে। সেখানে সারিকা সাবাহ আপু, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি এবং কুসুম শিকদার আপুর ভিডিও রয়েছে।"

সবশেষে অভিযুক্তের নাম উল্লেখ করে তিনি বলেন, "কাউসার নামের এই ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এ ধরনের কার্যকলাপ করেন। আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা বিষয়টি দেখুন। আমার সহশিল্পী এবং কলাকুশলীদের কাছে অনুরোধ, আপনারা আমাকে জানাবেন, এই বিষয়ে কী করা উচিত।"

২০১৩ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন তাসনুভা তিশা। মোস্তফা কামাল রাজের নাটক ‘লাল খাম বনাম নীল খাম’-এর মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। এরপর বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওসহ অসংখ্য নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv