মোদি–আদানি দুজনেই দুর্নীতিগ্রস্ত: সংবাদ সম্মেলনে রাহুলের অভিযোগ

আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৪:৫৯:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৪:৫৯:০৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের আদালতে ঘুষকাণ্ডে অভিযুক্ত হওয়ার পর ভারতীয় শিল্পপতি গৌতম আদানির অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ বৃহস্পতিবার কংগ্রেস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

রাহুল বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গৌতম আদানি দুজনেই দুর্নীতিগ্রস্ত। এখনই আদানিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা দরকার। কিন্তু আদানিকে গ্রেপ্তারের ক্ষমতা মোদির নেই। কারণ, তিনি নিজেই রয়েছেন আদানির নিয়ন্ত্রণে। আদানিকে সব সময় সুরক্ষা দিয়ে চলেছেন নরেন্দ্র মোদিই।"

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জারি করা বিবৃতিতে গৌতম আদানিসহ অন্যদের বিরুদ্ধে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়। অভিযোগ অনুযায়ী, এক সৌরশক্তি প্রকল্প পেতে তাঁরা ২,২৩৭ কোটি রুপি ঘুষ দিয়েছিলেন। বিনিয়োগকারী ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে এ তথ্য গোপন রেখে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বন্ডের মাধ্যমে লগ্নির চেষ্টা করেছিলেন।

ঘুষকাণ্ডে গৌতম আদানি ছাড়াও অভিযুক্ত হয়েছেন তাঁর ভাইপো সাগর আদানি, আদানি গ্রিণ এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈনসহ আরও কয়েকজন। ব্রুকলিন ফেডারেল কোর্ট তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।

রাহুল গান্ধী আরও বলেন, "আজ যা ঘটেছে, তা আমাদের পুরোনো অভিযোগকে প্রমাণ করে। এত বড় দুর্নীতির অভিযোগেও আদানির কিছু হচ্ছে না। কারণ, মোদি-আদানি একে অপরের সুরক্ষায় কাজ করছে।" তিনি দাবি করেন, বিজেপি আদানির অর্থেই চলছে এবং আদানির বিরুদ্ধে তদন্ত হলেই মোদির নাম উঠে আসবে।

অন্যদিকে, আদানি গ্রিণ এনার্জি থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। তারা সবসময় আইন মেনে চলে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

রাহুল গান্ধীর অভিযোগের প্রেক্ষিতে বিজেপি বা মোদি সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv