এবার চোর সন্দেহে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৯:৪২:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৯:৪২:১৩ পূর্বাহ্ন
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চুরির অপবাদে এক যুবককে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ একজনকে আটক করেছে।বৃহস্পতিবার (২১ নভেম্বর) শ্রীপুর পৌরসভার ভাংনাহাটির কাইচ্চাগড় এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। এরপর রাত সাড়ে ৮টার দিকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।নির্যাতনের শিকার ওই যুবকের নাম মিন্টু মিয়া (২৫)। তিনি শ্রীপুর পৌর এলাকা বহেরারচালা গ্রামের আইয়ুব আলীর ছেলে।নির্যাতনের ভিডিওটি তাৎক্ষণিকভাবে থানা পুলিশের নজরে আসলে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে জড়িত একজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক করা ব্যক্তির পরিচয় জানায়নি পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে খুঁটির সঙ্গে বেঁধে যুবককে নির্যাতনের কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হলুদ শার্ট ও লুঙ্গি পরা এক যুবককে একটি ঘরের বারান্দার সিমেন্টের খুঁটির সঙ্গে পিঠমোড়া করে বেঁধে রাখা হয়েছে। সাদা টিশার্ট ও নীল জিন্সের প্যান্ট পরা আরেক যুবক ছেলেটির দুই পা টেনে নির্যাতন চালাচ্ছে। একপর্যায়ে ছেলেটির পায়ের ওপর উঠে লাফালাফি করতেও দেখা গেছে। এসময় ‘ও মা, মাগো’ বলে চিৎকার করলে মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেন নির্যাতনকারীরা। এদের মধ্য থেকে কয়েকজন নির্যাতনকারীকে মারধর করতে নিষেধ করলেও তারা তা শোনেননি। পরে ছেলেটির বাঁধন আরও শক্ত করে চুরির স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চালান তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, অটোরিকশা চোর সন্দেহে ছেলেটিকে ধরে নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের সময় ছেলেটি ‘ও মা, মাগো’ বলে চিৎকার করছিলেন। এরপরও তাকে রেহাই দেয়নি। ওই সময় উপস্থিত একজন এগিয়ে গিয়ে নির্যাতনকারীকে থামানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নির্যাতনের ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv