কানাডার সরকার অবশেষে নিউরালিঙ্ককে তাদের উদ্ভাবিত ‘মস্তিষ্ক চিপ’ প্রযুক্তির ট্রায়াল চালানোর অনুমতি দিয়েছে। বুধবার (২০ নভেম্বর) নিউরালিঙ্ক নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।
কানাডার ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, নিউরালিঙ্ক প্রতিষ্ঠানটি তাদের টরন্টো শাখায় মস্তিষ্ক চিপের মেডিকেল ট্রায়াল পরিচালনা করবে। তবে, কানাডার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
২০১৬ সালে ইলন মাস্ক প্রতিষ্ঠিত নিউরালিঙ্কের মূল লক্ষ্য ছিল মস্তিষ্ক ও প্রযুক্তির মধ্যে সরাসরি যোগাযোগের পথ তৈরি করা। এরই অংশ হিসেবে তৈরি করা হয়েছে ‘মস্তিষ্ক চিপ’, যার মাধ্যমে মানুষ সরাসরি কম্পিউটার, মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে।
নিউরালিঙ্কের এই প্রকল্পের প্রথম পর্যায়ে বানর ও শূকরের ওপর ট্রায়াল চালানো হয়, যা সফল হয়। এরপর ২০২২ সালে ইলন মাস্ক ঘোষণা দেন, শারীরিকভাবে অক্ষমদের জন্য এই প্রযুক্তি প্রয়োগ করা হবে। তিনি বলেন, “এ প্রকল্পের মূল লক্ষ্য হলো, যারা হাত-পায়ের পেশি সঞ্চালনে অক্ষম, তাদের জন্য প্রযুক্তিটি কাজ করবে।”
এছাড়া, ২০২৩ সালের প্রথম দিকে যুক্তরাষ্ট্রে দুই স্বেচ্ছাসেবীর মস্তিষ্কে চিপ বসানো হয়, যার মধ্যে দ্বিতীয়টির ট্রায়াল সফল বলে জানানো হয়।
সূত্র: রয়টার্স
কানাডার ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, নিউরালিঙ্ক প্রতিষ্ঠানটি তাদের টরন্টো শাখায় মস্তিষ্ক চিপের মেডিকেল ট্রায়াল পরিচালনা করবে। তবে, কানাডার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
২০১৬ সালে ইলন মাস্ক প্রতিষ্ঠিত নিউরালিঙ্কের মূল লক্ষ্য ছিল মস্তিষ্ক ও প্রযুক্তির মধ্যে সরাসরি যোগাযোগের পথ তৈরি করা। এরই অংশ হিসেবে তৈরি করা হয়েছে ‘মস্তিষ্ক চিপ’, যার মাধ্যমে মানুষ সরাসরি কম্পিউটার, মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবে।
নিউরালিঙ্কের এই প্রকল্পের প্রথম পর্যায়ে বানর ও শূকরের ওপর ট্রায়াল চালানো হয়, যা সফল হয়। এরপর ২০২২ সালে ইলন মাস্ক ঘোষণা দেন, শারীরিকভাবে অক্ষমদের জন্য এই প্রযুক্তি প্রয়োগ করা হবে। তিনি বলেন, “এ প্রকল্পের মূল লক্ষ্য হলো, যারা হাত-পায়ের পেশি সঞ্চালনে অক্ষম, তাদের জন্য প্রযুক্তিটি কাজ করবে।”
এছাড়া, ২০২৩ সালের প্রথম দিকে যুক্তরাষ্ট্রে দুই স্বেচ্ছাসেবীর মস্তিষ্কে চিপ বসানো হয়, যার মধ্যে দ্বিতীয়টির ট্রায়াল সফল বলে জানানো হয়।
সূত্র: রয়টার্স