ইসরায়েল মধ্য বৈরুতে একটি মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল হিজবুল্লাহর শীর্ষ নেতা নাইম কাশেম। যদিও ইসরায়েলের দাবি, হামলায় কাশেম নিহত হয়েছেন, তবে লেবানন সরকার তার মৃত্যুর খবর নিশ্চিত করেনি।
শনিবার ভোরে ইসরায়েলি হামলায় বৈরুতের বাস্তা এলাকায় একটি ৮তলা ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় অন্তত চারজন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। এছাড়া, খবর পাওয়া গেছে যে, এ হামলার আগে ইসরায়েলি সামরিক বাহিনী স্থানীয়দের সরে যাওয়ার জন্য কোনও সতর্কবাণী দেয়নি। তবে ইসরায়েলি বাহিনী দাবি করছে, তারা ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছিল।
এ হামলায় মোট চারটি বোমা ফেলা হয়েছে এবং এটি দক্ষিণ বৈরুত ও টায়ার শহরের উপকণ্ঠে বোমাবর্ষণের পর ঘটেছে। ইসরায়েলি হামলা এবং বোমাবর্ষণ নিয়ে লেবাননের জনগণ আতঙ্কিত হয়ে পড়েছেন, বিশেষত সেপ্টেম্বর থেকে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে বৃহৎ আক্রমণ শুরু করার পর।
এছাড়া, সম্প্রতি ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর বেশ কয়েকজন নেতাকে হত্যা করেছে।