চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে পেশাদার অপরাধী তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার কামাল নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তৌহিদের বিরুদ্ধে ৫টি হত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার মো. রইছ উদ্দিন শনিবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তৌহিদকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। তিনি ৪ আগস্ট চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় ছাত্র ও জনতার আন্দোলনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ২৮ রাউন্ড গুলি চালানোর কথা স্বীকার করেছেন। পুলিশ তার ব্যবহৃত পাকিস্তানি শুটারগান এবং অন্যান্য অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে।
গ্রেফতারের পর তৌহিদ জানান, চান্দগাঁও এলাকার সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর এসরারুল হক এসরালের নির্দেশে এবং টাকার বিনিময়ে তিনি আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করেন। এ ঘটনায় তার রাজনৈতিক পরিচয় স্পষ্ট না হলেও পুলিশ তাকে পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে চিহ্নিত করেছে।
তৌহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার অপরাধের বিস্তার চট্টগ্রামের বিভিন্ন থানায় ছড়িয়ে আছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তার অপরাধের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট অস্ত্রগুলো উদ্ধারে কার্যক্রম চলমান।