তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, বহু ফ্লাইট বাতিল

আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৮:২৭:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০৮:২৭:০২ পূর্বাহ্ন
তীব্র তুষারঝড় ‘বার্ট’-এ বিপর্যস্ত যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল। সড়কে বরফের পুরু আস্তরণ জমে থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। একাধিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমও হুমকিতে। এরইমধ্যে নিউক্যাসলের রানওয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলে বাতিল হয়েছে বহু ফ্লাইট।ইংল্যান্ডের উত্তরাঞ্চলের শহর নর্থাম্বারল্যান্ডের প্রধান সড়কগুলোতে জমে গেছে বরফের স্তর। এতে বাধাগ্রস্ত হচ্ছে যানবাহন চলাচল। দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে চলাচল করছে গাড়ি। রাস্তা থেকে তুষার সরাতে ব্যবহার করা হচ্ছে স্নোপ্লাও নামে বিশেষ ধরনের যান।এছাড়া নর্থাম্বারল্যান্ডের গ্রামীণ এলাকাও ঢাকা পড়েছে বরফে। এতে দৈনন্দিন কাজ সারতে সমস্যায় পড়ছেন গ্রামবাসী। আরো কয়েকদিন থাকতে পারে এ পরিস্থিতি।
 
নিউক্যাসলের বিমানবন্দর তুষারে ঢেকে যাওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে রানওয়ে। এ কারণে দেরিতে ছেড়েছে বহু ফ্লাইট; বাতিলও হয়েছে অনেকগুলো। ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। এছাড়া তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস থাকায় কয়েকটি রেলপথ ও সড়ক আংশিক বন্ধ রাখা হয়েছে।
দেশটির আবহাওয়া বিভাগ বলছে, আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে এ পরিস্থিতি।এদিকে, আয়ারল্যান্ডে তুষারঝড়ের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে হাজারো ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। এ পরিস্থিতিকে বহুমুখী বিপর্যয় অভিহিত করে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv