আমরা সব লিপিবদ্ধ করে যাবো - ফেসবুকে ফারুকীর স্ট্যাটাস

আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০২:২৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০২:২৪:৫৬ অপরাহ্ন
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী নিযুক্ত হওয়ার পর বিভিন্ন মহল থেকে তার অপসারণের দাবি উঠলেও তিনি সেগুলোর দিকে কোনো পাত্তা না দিয়ে নিজ দায়িত্বে কাজ চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি ফেসবুকে তিনি ফ্যাসিস্টের মিথ্যাচার এবং প্রোপাগান্ডা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তার চিন্তা ও বক্তব্যের প্রতিফলন ঘটেছে।

ফারুকী তার ফেসবুকে লিখেছেন, "আমার সন্তানের বুকে গুলি লাগছে, আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়।" তিনি আরও উল্লেখ করেন, "মাত্র আট মিনিটের ভিডিওর নিচে চূর্ণ হয়ে যেতে পারে পতিত ফ্যাসিস্টের সব মিথ্যাচার আর প্রোপাগান্ডা নির্মাণ প্রকল্প।" তিনি শিল্পের শক্তির কথা বলছেন এবং দাবি করছেন, এমন একটি ছোট ভিডিওও সত্যের শক্তিকে ফুটিয়ে তোলে।

ফারুকী বলেন, "এই ছোট ভিডিওটাতে মাত্র অল্প কয়টা পরিবারের কষ্ট আমরা দেখেছি। এরকম বেদনার গল্প আরও আছে হাজার হাজার। আমাদের সব শহীদ পরিবারের কথা শুনতে হবে, আন্দোলনে আহত সবার কথা শুনতে হবে, শোনাতে হবে সবাইকে।"

তিনি আরও উল্লেখ করেন, "এই লক্ষ্যেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আসছে ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রজেক্ট। আমাদের অন্তর্গত বেদনার-ক্রোধের ভার বইবার শক্তি ফ্যাসিস্টের নাই। আমরা লিপিবদ্ধ করে যাবো সব, সব।"

এছাড়া, ১০ নভেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ফারুকী বলেন, "আমি কখনো কোনো পদ কিংবা কোনো চেয়ারে বসব, এটা ভাবিনি। কিন্তু অধ্যাপক ইউনূসের সহকর্মী হওয়াটা টেম্পটিং, না বলাটা মুশকিল।"

ফারুকী তার স্ট্যাটাসে শিল্প, সত্য এবং ইতিহাসের গুরুত্ব তুলে ধরে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের সংগ্রামের গল্প লিপিবদ্ধ করে রাখার অঙ্গীকার করেছেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv