মধ্যরাতে রাজধানীতে আজব ঘটনা! ৫ লাখ টাকার প্রলোভনে ঢাকামুখী লাখো মানুষ

আপলোড সময় : ২৫-১১-২০২৪ ১২:৫১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৪ ১২:৫১:৩০ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকার গরিব মানুষদের এক থেকে পাঁচ লাখ টাকা ঋণ দেবে—এমন প্রলোভনে সারা দেশ থেকে লাখো মানুষ ঢাকায় জড়ো হচ্ছিল! রোববার (২৪ নভেম্বর) রাত থেকেই ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ এর ব্যানারে বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক, পিকআপে করে মানুষজন ঢাকার শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হতে থাকেন। তবে পুলিশ এবং শিক্ষার্থীদের হস্তক্ষেপে তাদের ফেরত পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, একটি চক্র রাতের আঁধারে ঢাকার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করেছিল। তাদের লক্ষ্য ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা।

জড়ো হওয়া মানুষের গাড়িতে ‘রাজধানীর শাহবাগে মহাসবেশ’ লেখা ব্যানার দেখা গেছে।

এ ছাড়া, আ.ব.ম. মোস্তফা আমীন নামে এক ব্যক্তির নাম উল্লেখ করে পাওয়া লিফলেটে দেখা গেছে, তাকে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ এর আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। একটি লিফলেটে ১৮ আগস্ট শাহবাগ মোড়ে সমাবেশের তারিখ উল্লেখ থাকলেও, আরেকটি লিফলেটে বলা হয়েছে ২৫ নভেম্বর সকাল ১০টায় অবস্থান কর্মসূচি পালনের কথা। লিফলেটটির শিরোনাম ছিল—‘লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো।’

পুলিশের দাবি, গ্রামের সাধারণ মানুষকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে জড়ো করা হচ্ছিল। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পুলিশ জড়ো হওয়া মানুষ ও তাদের যানবাহন ফেরত পাঠায়।

এদিকে, প্রলোভন দেখানোর অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ভুয়া গণঅভ্যুত্থান এবং প্রতিবিপ্লবের ডাক দেওয়া এই চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv