ব্যাপক সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিজিবি সূত্রে এ তথ্য জানানো হয়। পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবি।
রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা চালিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
ডিএমআরসি কলেজের শিক্ষার্থীদের শান্ত করতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা চেষ্টা চালায়। পুলিশ হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির আশ্বাস দেন।
এর আগে সকাল ১০টা থেকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে জড়ো হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা রায়সাহেব বাজারে অবস্থান নেয়। সেখান থেকে তারা যাত্রাবাড়ী হয়ে ডেমরার দিকে অগ্রসর হয়।
পুলিশ জানায়, যাত্রাবাড়ীতে ব্যারিকেড দিয়েও শিক্ষার্থীদের ঠেকানো যায়নি। তারা ব্যারিকেড ভেঙে ডেমরায় পৌঁছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসকের গাফিলতির কারণে অভিজিত নামে ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। পরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় তারা।
সংঘর্ষের সময় হাসপাতাল ও কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সংঘর্ষ চলাকালে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে।