তিন দেশকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১১:৩৩:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১১:৩৩:২৪ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের দিনই তিনটি দেশের ওপর বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশগুলো হলো মেক্সিকো, কানাডা এবং চীন।

সোমবার (২৫ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, “২০ জানুয়ারি প্রথম নির্বাহী আদেশে আমি মেক্সিকো এবং কানাডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সমস্ত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার জন্য প্রয়োজনীয় সমস্ত নথিতে স্বাক্ষর করব।”

এরপর আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। মাদক চোরাচালান মোকাবিলায় ব্যর্থতার দায়ে এই শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, অবৈধ অভিবাসন ও মাদকের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তার এই পদক্ষেপগুলো বলবৎ থাকবে।

ট্রাম্প বলেন, “মেক্সিকো ও কানাডা- দুই দেশেরই অবৈধ অভিবাসন সংক্রান্ত এই দীর্ঘদিনের সমস্যা সহজেই সমাধান করার পূর্ণ অধিকার ও ক্ষমতা রয়েছে। আমরা তাদের কাছে এই ক্ষমতা ব্যবহারের দাবি করছি এবং যতক্ষণ পর্যন্ত না তারা তা করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বড় মূল্য দিতে হবে।”

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ বা তার বেশি শুল্ক আরোপ করবেন। এছাড়া মেক্সিকো থেকে আমদানিকৃত যানবাহনের ওপর এক হাজার শতাংশ বা তারও বেশি শুল্ক আরোপের কথাও বলেছিলেন তিনি।

গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে বড় জয় পান ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি শপথ নেবেন। এরই মধ্যে নিজের মন্ত্রিসভা গঠনের কাজও সেরে ফেলেছেন ট্রাম্প।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv