ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের কারণ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, তাকে কোন ধর্মীয় বা সম্প্রদায়গত কারণে নয়, বরং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নের পাওটানা কলেজ মাঠে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকারের অধীনে গোপালগঞ্জসহ কিছু জেলার উন্নয়ন হয়েছে, কিন্তু অন্যান্য জেলাগুলোর প্রতি বৈষম্য করা হয়েছে। তিনি নিশ্চিত করেন যে, স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোনো বৈষম্যের শিকার হবে না এবং ভবিষ্যতে তাদের বিশেষ গুরুত্ব দেয়া হবে।
এসময় শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে, অসহায় ও দুঃস্থ ৬০০ পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রংপুরের পীরগাছার ছাওলা ইউনিয়নের পাওটানা কলেজ মাঠে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন আসিফ মাহমুদ সজীব।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকারের অধীনে গোপালগঞ্জসহ কিছু জেলার উন্নয়ন হয়েছে, কিন্তু অন্যান্য জেলাগুলোর প্রতি বৈষম্য করা হয়েছে। তিনি নিশ্চিত করেন যে, স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোনো বৈষম্যের শিকার হবে না এবং ভবিষ্যতে তাদের বিশেষ গুরুত্ব দেয়া হবে।
এসময় শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে, অসহায় ও দুঃস্থ ৬০০ পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।