ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বাইডেন

আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৫:৩৮:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৫:৩৮:০০ অপরাহ্ন
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন অংশ নেবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

২০২০ সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের কাছে পরাজিত হন। তবে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তিনি পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানান। ২০২১ সালের জানুয়ারিতে বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন, কিন্তু ঐতিহ্য ভেঙে ট্রাম্প তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেননি।

তবে বাইডেন তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার অঙ্গীকার রাখছেন। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস জানান, এটি মার্কিন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বাইডেনের দায়বদ্ধতার অংশ।

৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরছেন। ইতিমধ্যে তিনি তার প্রশাসন সাজানোর কাজ শেষ করেছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv