চিন্ময়ের অনুসারীদের হামলায় চট্টগ্রামে আইনজীবী নিহত

আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৫:৫৭:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৫:৫৭:০১ অপরাহ্ন

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সনাতনী অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে আদালত ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা আলিফকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশের পর আদালত ভবনের সামনে উত্তেজনা শুরু হয়। চিন্ময়কে বহনকারী প্রিজনভ্যান আটকে রেখে বিক্ষোভ করেন সনাতনী অনুসারীরা। প্রায় দুই ঘণ্টা প্রিজনভ্যান আটকানোর পর পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বললে উত্তেজনা বাড়ে।

পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়লে, তারা ইটপাটকেল ছুড়ে পাল্টা আক্রমণ করে। সংঘর্ষ আদালত প্রাঙ্গণ ছাড়িয়ে সামনের সড়কে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা আদালত ভবনের আশপাশে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং স্থাপনায় হামলা চালায়।

সংঘর্ষের সময় চিন্ময়ের অনুসারীরা রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেয়। সেখানে সাধারণ ছাত্র-জনতার সঙ্গেও সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv