মারাত্মক অভিযোগ এনে বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা ব্রাজিলিয়ানের

আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৪:০৫:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৪:০৫:০৩ অপরাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা সাফল্যের পেছনে বসুন্ধরা কিংসের অন্যতম ভরসা ছিলেন ব্রাজিলিয়ান তারকা রবসন আজেভেদো দ্য সিলভা রবিনিয়ো। কিন্তু ক্লাবের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে বুধবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন এই ফরোয়ার্ড। তার অভিযোগ, বসুন্ধরা কিংস তাকে গত ৮ মাসের বেতন পরিশোধ করেনি।

২০২১ সালে বসুন্ধরা কিংসে যোগ দেওয়া রবিনিয়ো দ্রুতই দেশের ফুটবলে সেরা খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন। ক্লাবের সাফল্যের অন্যতম কারিগর হিসেবে তিনবার লিগ শিরোপা জেতা এবং একবার ফেডারেশন কাপ জয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৯৭ ম্যাচে তার গোলসংখ্যা ৬৪, অ্যাসিস্ট ৪৯। তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা এবং বছরের সেরা খেলোয়াড়ও হয়েছেন। তবে, বকেয়া বেতনের কারণে ক্লাব ছাড়ার ঘোষণা দিতে হলো তাকে।

রবিনিয়ো তার পোস্টে লিখেছেন, “বসুন্ধরা কিংসের সঙ্গে আমার চুক্তি শেষ হতে চলেছে এবং আমি কৃতজ্ঞতা জানাতে চাই ভক্ত, খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রতি। আমরা একসঙ্গে ইতিহাস গড়েছি। তবে দুঃখজনকভাবে, ক্লাব ম্যানেজমেন্টের কিছু সদস্য খেলোয়াড়দের প্রতি অসম্মান দেখিয়েছে। সমঝোতার চেষ্টা করেও আমি কোনো প্রতিশ্রুতি পাইনি। যে কারণে ৮ মাসের বেতন ছাড়াই ক্লাব ছাড়তে বাধ্য হচ্ছি।”

এই তারকা আরও বলেন, “ক্লাবের ম্যানেজমেন্টে এমন কিছু ব্যক্তি আছেন, যাদের একমাত্র লক্ষ্য ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা। আশা করি, ভবিষ্যতে তারা তাদের আইডলদের মূল্যায়ন করতে শিখবে।”

রবিনিয়োর বিদায়ে বসুন্ধরা কিংস বড় ধাক্কা খেলেও, এখন পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এমন ঘটনায় ক্লাবের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv