ইসরায়েলি বিমান হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। তবে ইসরায়েলের এই হামলাকে আত্মরক্ষার অংশ হিসেবে বিবেচনা করছে হোয়াইট হাউজ।
মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, “ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েলের এই সুনির্দিষ্ট হামলাগুলো ১ অক্টোবর ইরানের হামলার জবাব এবং আত্মরক্ষার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।”
প্রায় এক মাস আগে ইরান প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েলের দিকে। এর পর থেকে ইরানে ইসরায়েলের পাল্টা হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে ইসরায়েল সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে তেহরানে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, “ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েলের এই সুনির্দিষ্ট হামলাগুলো ১ অক্টোবর ইরানের হামলার জবাব এবং আত্মরক্ষার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।”
প্রায় এক মাস আগে ইরান প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েলের দিকে। এর পর থেকে ইরানে ইসরায়েলের পাল্টা হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে ইসরায়েল সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে তেহরানে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে।