দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা ধানুশ ও নয়নতারার দ্বন্দ্ব এবার গড়াল আদালতে। নয়নতারা ও তার স্বামী ভিগ্নেশ শিবানের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন ধানুশ। অভিযোগ, নয়নতারার তথ্যচিত্রে অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে ধানুশ প্রযোজিত ছবি ‘নানুম রাউডি ধান’-এর ভিডিও ও ফুটেজ।
ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেড’-এর পক্ষে মামলায় বলা হয়েছে, নয়নতারা অভিনীত এই সিনেমার কিছু ফুটেজ ও গান তার তথ্যচিত্রে বিনা অনুমতিতে ব্যবহৃত হয়েছে। ধানুশের দাবি, এতে তার কপিরাইট লঙ্ঘন হয়েছে। এ ঘটনায় নয়নতারা ও ভিগ্নেশের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন ধানুশ।
অন্যদিকে, নয়নতারা জানিয়েছেন, ধানুশের কাছে অনুমতি চাওয়ার পরও তিনি এনওসি (No Objection Certificate) দিতে অস্বীকৃতি জানান। এরপরেও ধানুশ প্রতিহিংসাপরায়ণ হয়ে মামলা করেছেন বলে অভিযোগ নয়নতারার।
অভিমান প্রকাশ করে নয়নতারা ইনস্টাগ্রামে একটি খোলা চিঠিতে লেখেন, “যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন, বাস্তবে তার অর্ধেকও আপনার মধ্যে নেই। আপনি যা প্রচার করেন, তা নিজেই মানেন না।”
দক্ষিণী সিনেমায় এই দুই তারকার দ্বন্দ্ব ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। দীর্ঘদিন একসঙ্গে কাজ করা এই জুটি এখন একে অপরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জড়িয়েছেন, যা তাদের ব্যক্তিগত সম্পর্কেও তিক্ততার ইঙ্গিত দিচ্ছে।
ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেড’-এর পক্ষে মামলায় বলা হয়েছে, নয়নতারা অভিনীত এই সিনেমার কিছু ফুটেজ ও গান তার তথ্যচিত্রে বিনা অনুমতিতে ব্যবহৃত হয়েছে। ধানুশের দাবি, এতে তার কপিরাইট লঙ্ঘন হয়েছে। এ ঘটনায় নয়নতারা ও ভিগ্নেশের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন ধানুশ।
অন্যদিকে, নয়নতারা জানিয়েছেন, ধানুশের কাছে অনুমতি চাওয়ার পরও তিনি এনওসি (No Objection Certificate) দিতে অস্বীকৃতি জানান। এরপরেও ধানুশ প্রতিহিংসাপরায়ণ হয়ে মামলা করেছেন বলে অভিযোগ নয়নতারার।
অভিমান প্রকাশ করে নয়নতারা ইনস্টাগ্রামে একটি খোলা চিঠিতে লেখেন, “যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন, বাস্তবে তার অর্ধেকও আপনার মধ্যে নেই। আপনি যা প্রচার করেন, তা নিজেই মানেন না।”
দক্ষিণী সিনেমায় এই দুই তারকার দ্বন্দ্ব ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। দীর্ঘদিন একসঙ্গে কাজ করা এই জুটি এখন একে অপরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জড়িয়েছেন, যা তাদের ব্যক্তিগত সম্পর্কেও তিক্ততার ইঙ্গিত দিচ্ছে।