ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৬:১৪:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৬:১৪:২০ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জনে। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৪৪০ জন।

এতে আরও জানানো হয়, মৃতদের মধ্যে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৪ জন, বরিশাল বিভাগের ১ জন এবং খুলনা বিভাগের ১ জন রয়েছেন। অন্যদিকে, নতুন ভর্তিদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকার বাইরের (২,০২৩ জন)।

চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি বর্ষা মৌসুম থেকে ভয়াবহ আকার ধারণ করেছে। তবে গত বছর ছিল ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়ংকর সময়। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৩২৫ জন রোগী। এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা ও স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv