আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১০:১৫:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১০:১৫:৩৫ পূর্বাহ্ন
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড গড়ে জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে স্বাগতিকরা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে আজ আগে বোলিং করবে নিগার সুলতানা জ্যোতির দল। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। 

প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে রেকর্ড সংগ্রহ গড়ে নিগার সুলতানা জ্যোতির দল। শারমির আক্তারের ৯৬ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে ২৫২ রান করে লাল-সবুজের দল। জবাবে ব্যাট করতে নেমে আইরিশরা অল আউট হয়েছে ৯৮ রানেই। ফলে ১৫৪ রানের বড় জয়ে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। 


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com