স্টেশনে পানি পান করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১০:৫৯:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১০:৫৯:১০ পূর্বাহ্ন
নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মুক্তার হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে।নিহত যুবকের বাড়ি দিনাজপুর জেলার বিরল থানার মোখলেসপুর এলাকায়।
স্থানীয় এলাকাবাসী, ইয়ার আলী, মান্নান সরদার ও জালাল সরদার বলেন, ওই যুবক পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। বাংলাবান্ধা ট্রেন মাধনগর স্টেশনে যাত্রাবিরতীর সময় মুক্তার হোসেন পানি পান করতে যান। ফেরার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন।

স্থানীয় এলাকাবাসী ও তার আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। নাটোর সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন প্রাং বিষয়টি নিশ্চিত করেছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv