‘দোয়া করেন যাতে তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই’

আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১২:৫৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১২:৫৩:৩৫ অপরাহ্ন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির মিডিয়া জগতে তার অভিনয়ের মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তার অভিনয় শুরু হয়েছিল আশফাক বিপুলের এয়ারটেলের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর তিনি নাটক এবং ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

এক সাক্ষাৎকারে সাফা কবির ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন। তিনি জানান, "আপনারা আমার বিয়ে, মেহেদি বা হলুদ নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। যেদিন হবে, ইনশাআল্লাহ, আপনারা সবাই আসবেন এবং দেখতে পাবেন। দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই।" তিনি আরও বলেন, জীবনে একজন ভালো মনের মানুষের সঙ্গে থাকতে চান, যে মিডিয়ার সদস্য হতে পারে অথবা না-ও হতে পারে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তির ভালো মনের গুণাবলী।

সাফা কবির তার ঘরকুনো স্বভাবের কথাও শেয়ার করেন। তিনি বলেন, "আমি আসলে খুব ঘরকুনো মেয়ে, বাসায় থাকতে খুব ভালোবাসি।" তার বন্ধুরা তাকে অলস বলে, কারণ তিনি বাসা থেকে বের হতে পছন্দ করেন না। "তারা সত্যি বলেছে, আমি বাসায় থাকতে পছন্দ করি," যোগ করেন তিনি। অবসর সময়ে তিনি অনেক কিছু করেন, যেমন অতিরিক্ত ঘুমানো এবং খাবারের ইচ্ছা হলে রান্না করা, পাশাপাশি মায়ের সঙ্গে সময় কাটানো।

সবশেষে, সাফা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "আল্লাহ আমাকে জীবনের প্রতিটি ধাপে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। আসলে আমার উপলব্ধি হয়েছে যে আমি সুস্থ আছি, আমার বাবা-মা সুস্থ আছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি।"


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv