নিজের অভিষেক অনুষ্ঠানের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প

আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০১:১১:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০১:১১:১৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তবে অভিষেক অনুষ্ঠানের আগেই গাজায় যুদ্ধবিরতি চান ট্রাম্প। রিপাবলিকান পার্টির সিনেট সদস্য ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

গ্রাহাম বলেন, "ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং সেখানে যুদ্ধবিরতির জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তিনি চান, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই এই বিষয়ে সুরাহা আসুক।"

এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে গ্রাহাম আরও বলেন, "এখন ট্রাম্প জিম্মিদের মুক্তির বিষয়টিকে গুরুত্ব দিয়ে এগিয়ে আসতে চাইছেন। তিনি এবং বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন এই ইস্যুতে একসঙ্গে কাজ করবেন।"

গত সপ্তাহে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল, যা গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়িয়েছে। ট্রাম্প নির্বাচনে জেতার পর নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তখন তিনি বলেন, "আমি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই গাজায় যুদ্ধের সমাপ্তি দেখতে চাই।"

২০২৩ সালে হামাসের হামলার পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান চালাচ্ছে, যা এখনও চলছে। হামাসের হামলায় প্রায় ৪৪ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত এবং এক লাখের বেশি মানুষ আহত হয়েছেন। ১০১ জন ইসরায়েলি জিম্মি এখনও হামাসের হাতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv