ডলার ব্যবহার না করলে ১০০ ভাগ শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের

আপলোড সময় : ০১-১২-২০২৪ ১১:০৬:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৪ ১১:০৬:১৭ পূর্বাহ্ন
মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের খাঁড়া নেমে আসবে। রাশিয়া-চীনভিত্তিক ব্রিকস গ্রুপকে এমনই হুঁশিয়ারি দিলেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ব্রিকসের গোষ্ঠীভুক্ত দেশগুলো ডলারের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আর সেটা বসে-বসে আমরা দেখছি- এমন দিন শেষ। ওইসব দেশকে আমাদের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে তারা নতুন কোনো মুদ্রা চালু করবে না বা ক্ষমতাশালী ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রার পক্ষে যুক্তি দেবে না। নাহলে তাদের ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে। আর দুর্দান্ত মার্কিন অর্থনীতিতে (নিজেদের পণ্য) বিক্রি করার চিন্তাভাবনাকে বিদায় জানাতে হবে।'

মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের খাঁড়া নেমে আসবে। রাশিয়া-চীনভিত্তিক ব্রিকস গ্রুপকে এমনই হুঁশিয়ারি দিলেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'ব্রিকসের গোষ্ঠীভুক্ত দেশগুলো ডলারের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আর সেটা বসে-বসে আমরা দেখছি- এমন দিন শেষ। ওইসব দেশকে আমাদের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে তারা নতুন কোনো মুদ্রা চালু করবে না বা ক্ষমতাশালী ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রার পক্ষে যুক্তি দেবে না। নাহলে তাদের ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে। আর দুর্দান্ত মার্কিন অর্থনীতিতে (নিজেদের পণ্য) বিক্রি করার চিন্তাভাবনাকে বিদায় জানাতে হবে।'
ব্রিকসে আছে ভারতও!
আর ট্রাম্প যে ব্রিকস গোষ্ঠীকে হুঁশিয়ারি দিয়েছে, তাতে ভারতও আছে। ২০০৯ সালে তৈরি ব্রিকস আপাতত একমাত্র বড় সংগঠন, যার সদস্য নয় আমেরিকা। ব্রিকসে ভারত, ব্রাজিল, রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ইরান, মিসর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশও আছে।

রাশিয়া ও চীনই মূলত বিকল্প মুদ্রার পক্ষে যুক্তি দিচ্ছে
গত কয়েক বছর ধরে মার্কিন ডলারের বিকল্প হিসেবে কোনো মুদ্রা বা নিজস্ব মুদ্রা চালু করার পক্ষে যুক্তি দিচ্ছে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর একাংশ। যে তালিকায় মূলত রাশিয়া এবং চীন আছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে একটি নয়া ‘কমন’ মুদ্রার প্রস্তাব পেশ করেছিল ব্রাজিল। ভারত অবশ্য ওই পথে হাঁটেনি। বরং ব্রিকসের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে লেনদেনের মাধ্যম হিসেবে মার্কিন ডলারকে বাদ দেয়ার পক্ষপাতী নয়।

‘টুঁটি টিপে দেয়ার' হুমকি ট্রাম্পের
সেই আবহেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বললেন, 'আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে ব্রিকস (যে নয়া কোনো মুদ্রা চালু করবে), সেটার কোনো সম্ভাবনা নেই। যে দেশ সেই চেষ্টা করবে, তাদের আমেরিকাকে বিদায় জানাতে হবে।' অর্থাৎ ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে মার্কিন বাজারে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ‘টুঁটি টিপে দেয়া হবে।’

'ওই নীতি অন্য কারো হতে পারে….', জানিয়েছেন জয়শংকর
বিষয়টি নিয়ে আপাতত ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর তরফে কোনো মন্তব্য করা হয়নি। কোনো মন্তব্য করেনি ভারতও। তবে গত অক্টোবরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর স্পষ্টভাবে বলেছিলেন, 'আমার মতে, আপনি অন্য কারো সাথে আমাদের গুলিয়ে ফেলছেন। কারণ আমরা কখনো সক্রিয়ভাবে ডলারকে নিশানা করিনি। সেটা আমাদের অর্থনৈতিক বা রাজনৈতিক বা কৌশলগত নীতি নয়। সেই নীতি অন্য কারো হতে পারে।'

সেইসাথে জয়শংকর জানিয়েছিলেন, আসল সমস্যাটা হলো যে কয়েকটি দেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আছে, যেগুলি মুদ্রা হিসেবে ডলার নেয় না। সেক্ষেত্রে অন্য কোনো উপায় খুঁজতে হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘আমরা শুধু আমাদের বাণিজ্য করার চেষ্টা করছি।’
সূত্র : হিন্দুস্তান টাইমস
 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv