সিভিল সার্ভিসে ‍‘ক্যাডার’ শব্দ বাদ দেয়ার সুপারিশ করবে কমিশন

আপলোড সময় : ০১-১২-২০২৪ ০৩:২৮:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৪ ০৩:২৮:১২ অপরাহ্ন
সিভিল সার্ভিসে ‘ক্যাডার’ শব্দটি নেতিবাচক হওয়ায় সরকারের কাছে বাদ দেয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন।রোববার (১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের ১২তম বৈঠক শেষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এ কথা জানান।

 তিনি বলেন, ‘সরকারি সেবার ব্যাপারে জনসাধারণের অসন্তোষ রয়েছে। নেতিবাচক ধারণা আছে আমলাতন্ত্র নিয়ে। এখনও ভূমি রেজিস্ট্রি ও এসিল্যান্ড অফিসে ঘুষ দেয়া নেয়া হচ্ছে। পাবলিক হেয়ারিংয়ে এ তথ্য পাওয়া গেছে।’জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মূয়ীদ চৌধুরী বলেন, ‘জনপ্রশাসনে কাঠামোগত ও মানসিক পরিবর্তন দরকার, আমলারাই আমলাদের বেশি ক্ষতি করছে।’
 
আমলাতান্ত্রিক মানসিকতা দূর করে, মানুষকে সেবা দেয়ার মনোভাব সৃষ্টিতে, জনপ্রশাসনে কাঠামোগত ও মানসিক পরিবর্তনের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। এক্ষেত্রে মাঠ পর্যায়ে জনগণের মতামত নেয়া। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত সুপারিশ জমা দেয়া হবে হবে বলেও জানান আব্দুল মূয়ীদ।এদিকে, পদোন্নতি, বেতন বৈষম্য দূর করাসহ ৯দফা দাবি বিবেচনার আশ্বাস দেয়ায় ৪ ডিসেম্বরের ‘মহা সমাবেশের কর্মসূচি’ প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।
 
এ বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, ‘যেসব দাবি কর্মচারীরা তুলে ধরেছেন তা যৌক্তিক। তবে সব দাবি শতভাগ বাস্তবায়ন করা কঠিন। ধাপে ধাপে তাদের দাবি বাস্তবায়ন করা হবে। এছাড়া একই পরিবারের সদস্য হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।’


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv