ভারতের বিহারের এক বিয়েবাড়িতে মদ্যপান করে গ্রেপ্তার হয়েছেন ৪০ জন বরযাত্রী। রবিবার (১ ডিসেম্বর) সকালে বিহারের মুজাফফরপুর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ৪০ জনই মদ্যপ ছিল। তারা ‘নাগিন ড্যান্সের’ প্রস্তুতি নিচ্ছিলেন।বিয়ের অনুষ্ঠানে অন্যদের উপহার দেওয়ার জন্য মদের বোতলও নিয়ে যাচ্ছিলেন তারা।জিজ্ঞাসাবাদের পর এই ৪০ জন যাদের কাছ থেকে মদ কিনেছিল সেই সাতজনকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে থেকে দুটি গাড়ি এবং মদের বোতল বাজেয়াপ্ত করেছে পুলিশ।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার সকালে সাধারণ পোশাকে নজরদারিতে বের হয় বিহারের শুল্ক দপ্তরের একটি দল।
সেই সময়ই গ্রেপ্তার করা হয় তাদের।আবগারি পরিদর্শক শিবেন্দ্র ঝা জানিয়েছেন, ‘গ্রেপ্তাররা মদ্যপ ছিল। বিয়ে বাড়ি যাওয়ার সময় তারা নাগিন ড্যান্সের প্রস্তুতি নিচ্ছিল। এ ধরনের অভিযান চলছে।
২০১৬ সাল থেকে বিহারে মদ নিষিদ্ধ। এর আগেও বিভিন্ন সময় মদ নিষিদ্ধকরণ আইন না মানার কারণে গ্রেপ্তার হয়েছেন অনেকে। মাঝেমধ্যেই বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর খবর পাওয়া যায়।
সেই সময়ই গ্রেপ্তার করা হয় তাদের।আবগারি পরিদর্শক শিবেন্দ্র ঝা জানিয়েছেন, ‘গ্রেপ্তাররা মদ্যপ ছিল। বিয়ে বাড়ি যাওয়ার সময় তারা নাগিন ড্যান্সের প্রস্তুতি নিচ্ছিল। এ ধরনের অভিযান চলছে।
২০১৬ সাল থেকে বিহারে মদ নিষিদ্ধ। এর আগেও বিভিন্ন সময় মদ নিষিদ্ধকরণ আইন না মানার কারণে গ্রেপ্তার হয়েছেন অনেকে। মাঝেমধ্যেই বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর খবর পাওয়া যায়।