রাজধানীর মগবাজারে সিগন্যালের কারণে ক্রসিংয়ে আটকে পড়ে কয়েকটি গাড়ি। এ সময় হঠাৎ ট্রেন চলে আসায় ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মগবাজার রেলগেট এলাকায় ঘটে এ দুর্ঘটনা। এ তথ্য জানান হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, দুর্ঘটনার তথ্য পেয়েছি। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী একজন জানান, সন্ধ্যায় কমলাপুরগামী একটি ট্রেন রেললাইনে আটকে যাওয়া তিন-চারটা গাড়িকে দুমড়েমুচড়ে চলে গেছে। এর মধ্যে একটি হাইয়েস, একটি প্রাইভেট কার, একটি অটো এবং একটি মোটরবাইক রয়েছে। আরেকজন বলেন, ট্রেন চলে আসায় সবাই গাড়ি থেকে দ্রুত নেমে গিয়ে নিরাপদ দূরত্বে চলে যান। এতে কেউ হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়ে গাড়িচালক, যাত্রীসহ পথচারীরা।
প্রত্যক্ষদর্শী একজন জানান, সন্ধ্যায় কমলাপুরগামী একটি ট্রেন রেললাইনে আটকে যাওয়া তিন-চারটা গাড়িকে দুমড়েমুচড়ে চলে গেছে। এর মধ্যে একটি হাইয়েস, একটি প্রাইভেট কার, একটি অটো এবং একটি মোটরবাইক রয়েছে। আরেকজন বলেন, ট্রেন চলে আসায় সবাই গাড়ি থেকে দ্রুত নেমে গিয়ে নিরাপদ দূরত্বে চলে যান। এতে কেউ হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়ে গাড়িচালক, যাত্রীসহ পথচারীরা।