লিওনেল মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি মেজর লিগ সকারের (MLS) সর্বশেষ ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ২-১ গোলে পরাজিত করেছে। যদিও এই ম্যাচে মেসি হ্যাটট্রিক করতে পারেননি, তবে গোল করানোর দক্ষতা দেখিয়ে তিনি তার সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবাকে দিয়ে একটি গোল করিয়েছেন।
এছাড়া তার দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজ দলের হয়ে আরেকটি গোল করেন। আটলান্টার হয়ে একমাত্র গোলটি করেন সাবা লোবঝানিদজে।
এই জয়ের ফলে ইন্টার মায়ামি তাদের জয়যাত্রা অব্যাহত রেখেছে, যেখানে মেসি তার কৌশলী খেলায় গোলের পাশাপাশি তার সতীর্থদের সঙ্গে সফল সমন্বয় গড়ে তুলেছেন।
এছাড়া তার দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজ দলের হয়ে আরেকটি গোল করেন। আটলান্টার হয়ে একমাত্র গোলটি করেন সাবা লোবঝানিদজে।
এই জয়ের ফলে ইন্টার মায়ামি তাদের জয়যাত্রা অব্যাহত রেখেছে, যেখানে মেসি তার কৌশলী খেলায় গোলের পাশাপাশি তার সতীর্থদের সঙ্গে সফল সমন্বয় গড়ে তুলেছেন।