ওয়ানডে সিরিজেও নেই শান্ত-হৃদয়, মিরাজের নেতৃত্বে ফিরলেন আফিফ

আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৪:২৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৪:২৯:০৪ অপরাহ্ন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার (২ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তাওহীদ হৃদয় দলে নেই।

শান্ত কুঁচকির চোটে আক্রান্ত হওয়ায় তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, ফলে ওয়ানডে সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব থাকছে মেহেদী হাসান মিরাজের কাঁধে।

এছাড়া, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এক বছর পর দলে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব, যিনি শেষবার খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে।

দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন, এবং ৫০ ওভারের ম্যাচে প্রথমবার সুযোগ পাচ্ছেন পেসার নাহিদ রানা।

ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ও জাকির হাসান, এবং দলে ফেরার সুযোগ পেয়েছেন সৌম্য সরকার।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

আগামী ৮ ডিসেম্বর সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে, পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv