আকস্মিক সফরে ইউক্রেনে জার্মান চ্যান্সেলর, বড় অঙ্কের সহায়তা ঘোষণা

আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৬:২৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৬:২৩:০৪ অপরাহ্ন
জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেন সফর করেছেন এবং কিয়েভকে ৬৮৩ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (২ ডিসেম্বর) কিয়েভ পৌঁছান শলজ। এটি রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর তার দ্বিতীয় ইউক্রেন সফর।

ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় ইউক্রেনকে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে পাশে দাঁড়াল জার্মানি। শলজের এই সফর যেন জার্মানির সমর্থনের নিশ্চয়তার প্রতীক।

এক্স-এ (সাবেক টুইটার) শলজ একটি পোস্টে বলেন, "আমি আজ রাতে ট্রেনে করে কিয়েভ যাচ্ছি। এটি এমন একটি দেশ, যারা এক হাজার দিনেরও বেশি সময় ধরে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে আসছে।" তিনি আরও লেখেন, "ইউক্রেন জার্মানির ওপর নির্ভর করতে পারে। আমরা যা বলি তা করি এবং যা করি তা বলি। ইউরোপে জার্মানি ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী সমর্থক থাকবে।"

জার্মানির এই প্রতিশ্রুতি ইউক্রেনকে ভবিষ্যতে জার্মান সামরিক সহায়তার ওপর ভরসা করার বার্তা দেয়। শলজ এই সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv