বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।
রিটটি সোমবার ২ ডিসেম্বর দায়ের করা হয়, যেখানে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর ১৯ ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া বলেন, ভারতীয় টিভি চ্যানেলগুলো বিভিন্ন উসকানিমূলক সংবাদ প্রচার করছে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এছাড়া, ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশের সংস্কৃতি বিরোধী অনুষ্ঠান প্রচার করে যুব সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। রিটে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা সহ সব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি জানানো হয়েছে।
এদিকে, রিটে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ১৯ ধারা অনুযায়ী ভারতীয় চ্যানেলগুলোর সম্প্রচার নিষিদ্ধ করার নির্দেশনা চাওয়া হয়েছে এবং কেন রুল জারি হবে না, তা জানতে চাওয়া হয়েছে।