ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সাতজনকে আটক করেছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। দায়িত্বে অবহেলার অভিযোগে ত্রিপুরার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
হামলার ঘটনায় ‘ত্রিপুরেশ্বরী সনাতন মঞ্চ’-এর সমর্থকরা জড়িত বলে জানা গেছে। তারা হাইকমিশনের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে। এই ঘটনার পর ত্রিপুরায় বাংলাদেশ মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ কড়া প্রতিক্রিয়া জানিয়ে ভারতের দায়িত্ব পালনে অবহেলার কথা উল্লেখ করেছে। বাংলাদেশ জানিয়েছে, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। ভারতের প্রতি পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছে, কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনায় এমন আক্রমণ অগ্রহণযোগ্য। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহিংসতাকে নিন্দা জানিয়ে বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি থাকলেও সহিংসতা মেনে নেওয়া হবে না। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।