অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ভারত ভালো থাকতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত

আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০৪:২০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০৪:২০:১৪ অপরাহ্ন
ভারত যদি বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে, তবে তা ভারতের জন্যই ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, “১৮ কোটি মানুষের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ভারত ভালো থাকতে পারবে না। এটি ভালো লক্ষণ নয়।”

নারায়ণগঞ্জে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ'র নির্মাণাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. সাখাওয়াত আরও উল্লেখ করেন, “ভারতের কিছু রাজনীতিবিদ ও গণমাধ্যম নিজেদের অভ্যন্তরীণ ফায়দা হাসিলের জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। তবে আমরা আশা করি, ভারত সরকার এমন কাজ করবে না। প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখাই তাদের জন্য উত্তম।”

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “সম্পর্ক নষ্ট হলে বাংলাদেশের চেয়ে ভারতেরই বেশি ক্ষতি হবে।”

এছাড়া দেশের গার্মেন্টস খাতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি জানান, শ্রমিকরা এর জন্য দায়ী নন। অনেক গার্মেন্টস বন্ধ হওয়ার কারণ মূলত ঋণ খেলাপি এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড। তিনি বলেন, “সরকার ইতোমধ্যে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেছে এবং আগামী সপ্তাহের মধ্যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv