সীমান্তে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ চোরাকারবারি আটক

আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৮:৪৭:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৮:৪৭:৪৬ পূর্বাহ্ন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তির নাম লিমন সিমসাং (৩৫)। সে ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে। বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) গতকাল বুধবার বিকেলে মালামালসহ ওই চোরাইকারবারিকে আটক করা হয়।রাতে উক্ত ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুরের ঝিনাইগাতী উপজেলাধীন কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা দিয়ে কতিপয় চোরাকারবারি অভিনব পন্থায় ভারত থেকে অবৈধভাবে পাচারকৃত বিপুল পরিমাণ শাড়িসহ শেরপুর জেলা শহরের দিকে যাবে। 

এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তাওয়াকুচা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১০০/৪-এস থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছোট গজনী নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে  ছোট গজনী দিয়ে একটি পিকআপ শেরপুর জেলা শহরের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল সন্দেহজনকভাবে পিকআপটিকে চ্যালেঞ্জ করে থামিয়ে একজনকে আটক করতে করে।পরবর্তীতে বিজিবি টহলদল পিকআপে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৮৯ পিস ভারতীয় শাড়ি জব্দ করে। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।আটককৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে শাড়িগুলো ভারত থেকে অবৈধভাবে পাচার করে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিল। পিকআপসহ জব্দকৃত শাড়ি ও আটককৃত ব্যক্তিকে ঝিনাইগাতী থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv