সহজেই বাংলাদেশি ভিসা পাবেন পাকিস্তানিরা, লাগবে না নিরাপত্তা ছাড়পত্র

আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১০:৩৯:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১০:৩৯:১৮ পূর্বাহ্ন
এখন থেকে সহজেই বাংলাদেশি ভিসা পাবেন পাকিস্তানের নাগরিকরা। এনিয়ে বাংলাদেশ সরকার পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশদ্ভূত যেকোনো দেশের নাগরিকদের ভিসা সহজীকরণ আদেশ বাতিল করেছে। সোমবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরাগমন-৬ শাখার উপসচিব আলীমুন রাজিবের সই করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যে কোনো দেশের নাগরিকগণের ভিসা সহজীকরণের লক্ষ্যে সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক জারিকৃত ১১/০২/২০১৯ পত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো।ফলে বর্ণিত নাগরিকগণের ভিসার আবেদন বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/মিশন সরাসরি নিষ্পত্তি করতে পারে।  

এর একদিন পরেই মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তারা প্রায় এক ঘণ্টা দুই দেশের সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেন।মঙ্গলবার রাত সাড়ে আটটায় সৈয়দ আহমেদ তার দুই সহকর্মীকে নিয়ে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। এ সময় হাইকমিশনার সৈয়দ আহমেদের  স্ত্রীও তাঁদের সঙ্গে ছিলেন।আর বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটি সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।  


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv