‘পুষ্পা টু’র প্রিমিয়ারে পদদলিত হয়ে নারীর মৃত্যু

আপলোড সময় : ০৫-১২-২০২৪ ১২:৩৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৪ ১২:৩৩:০৯ অপরাহ্ন
 দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা পুষ্পা টু: দ্য রুল এর প্রিমিয়ারে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। বুধবার ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের আরটিসি ক্রসরোড এলাকার সন্ধ্যা থিয়েটারে সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে ৩৫ বছর বয়সী এক নারী ভক্তের মৃত্যু হয়েছে। এছাড়া ওই নারীর ৯ বছর বয়সি ছেলে গুরুতর আহত হয়েছেন।

পুলিশের মতে, প্রিমিয়ারে সিনেমা দেখতে গিয়ে ভক্তদের মধ্যে প্রবল ভিড়ের কারণে থিয়েটারের প্রধান ফটক ভেঙে যায়। এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। দুর্ঘটনায় আহত শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার চিকিৎসা চলছে।

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে পুষ্পা টু: দ্য রুল, তবে এর মুক্তির আগেরদিন সন্ধ্যায় প্রিমিয়ারে আল্লু অর্জুন এবং মিউজিক ডিরেক্টর দেভি শ্রী প্রসাদ উপস্থিত ছিলেন, যাতে উপস্থিত জনতার বিশাল ভিড় ও উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা ফুটে উঠেছে। এর আগে, পুষ্পা টু: দ্য রুল সিনেমার ট্রেলার ১৭ নভেম্বর মুক্তি পাওয়ার সময় বিহারের পাটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, যেখানে ১,২০০ নিরাপত্তারক্ষীও ভক্তদের ভিড় সামলাতে হিমশিম খেয়েছিলেন।

পুষ্পা টু: দ্য রুল সিনেমাটি ২০২১ সালের ব্লকবাস্টার পুষ্পা: দ্য রাইজ এর সিক্যুয়াল, যার পরিচালনা করেছেন সুকুমার। সিনেমাতে আল্লু অর্জুন, রাশমিকা মন্দান্না, ফাহাদ ফাসিলসহ আরও অনেক অভিনেতা অভিনয় করেছেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv