মেঘনায় ধরা পড়ল নীল তিমি

আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৪:০৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৪:০৮:২১ অপরাহ্ন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে এই নীল তিমি দেখতে পান স্থানীয় জেলেরা। পরে তারা এটিকে দড়ি দিয়ে বেঁধে নদীর কিনারায় আনার চেষ্টা করেন। এ সময় তিমিটির গায়ে আঁচড়ের দাগ দেখা গেছে। খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতায় এসে দেখতে যায় নীল তিমিটিকে।কন্টিনেজন্ট কমান্ডার কোস্টগার্ড হাতিয়া পেটি অফিসার মো. খালিছুর রহমান বলেন, ‘আমরা নদীতে টহল দেওয়ার সময় দেখি একটি তিমি জেলেদের দড়িতে বাধা রয়েছে। আর আমরা এটিকে উদ্ধার করে নদীতে ছেড়ে দিলে সেটি আবার কিনারে চলে আসার চেষ্টা করে।’

তিনি আরও জানান, এ মাছটি বড় প্রজাতিদের যে নীল তিমি রয়েছে, তার একটি বাচ্চা। আকারে অনেক বড়। এরা ঘোলা পানিতে বসবাস করতে পারে না। যেহেতু এরা পরিষ্কার পানিতে থাকে, তাই এটাকে দ্রুত  রেসকিউ সেন্টার নেয়া উচিত। এদিকে তার গায়ে কিছু আঘাতের চিহ্ন রয়েছে । তবে এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে।’

এ বিষয়ে জেলা মৎস্য অফিসার ফাহাদ হোসেন বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। তবে ৩/৪ রকমের তিমি পাওয়া যায় আমাদের সমুদ্রে। হয়তো খাবারের খোঁজে তীরের দিকে চলে এসেছে। গভীর পানির দিকে নিয়ে ছেড়ে দেয়া উচিত।’
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv