বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা হতে হবে তার কর্মস্থল থেকে। রাষ্ট্র ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সহায়তা করবে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সেই লক্ষ্যে কাজ করছে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে যশোর সার্কিট হাউসে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, পতিত সরকার শেষ মুহূর্তে কল্যাণ ফান্ড শূন্য করে দিয়ে গেছে। তারা ১৪ হাজার সাংবাদিককে ৫০ কোটি টাকা দিয়েছে। কিন্তু প্রকৃত সাংবাদিকরা তা পাননি, অপব্যবহার হয়েছে। আমরা পেশাদার সাংবাদিকদের এ সুফল দিতে কাজ করছি।
মুহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার নতুন করে ফান্ড তৈরি করে সহায়তা শুরু করেছে। পাশাপাশি সত্তোরোর্ধ্ব প্রবীন সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনতে নীতিমালা তৈরির কাজ চলছে. জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৩০ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।
মুহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার নতুন করে ফান্ড তৈরি করে সহায়তা শুরু করেছে। পাশাপাশি সত্তোরোর্ধ্ব প্রবীন সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনতে নীতিমালা তৈরির কাজ চলছে. জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৩০ জন সাংবাদিককে আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।