নিউজিল্যান্ডে হাইকমিশন হবে, কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ ভূষিত করে হবে প্রজ্ঞাপন

আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৪:৫৪:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৪:৫৪:২১ অপরাহ্ন

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

এছাড়া, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নিউজিল্যান্ড দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি সমৃদ্ধ রাষ্ট্র। মানব উন্নয়ন সূচকে দেশটির অবস্থান ১৬তম এবং বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা সূচকে ৩২তম। দেশটির জনগণের ক্রয়ক্ষমতা বেশি, ফলে বাংলাদেশি পণ্যের জন্য নিউজিল্যান্ড একটি সম্ভাবনাময় বাজার হতে পারে। নিউজিল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি বসবাস করছেন এবং প্রায় এক হাজার বাংলাদেশি শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানায়, নিউজিল্যান্ড একটি দ্বীপরাষ্ট্র হওয়ায়, সমবর্তী দায়িত্বপ্রাপ্ত দেশ অস্ট্রেলিয়া থেকে প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান সবসময় সম্ভব হয় না। একই সঙ্গে, অস্ট্রেলিয়ায় গিয়ে কনস্যুলার সেবা গ্রহণ করতে প্রবাসীরা বিপুল অর্থ ব্যয়সহ নানা সমস্যার মুখোমুখি হন।

এ কারণে, ওয়েলিংটনে বাংলাদেশ হাইকমিশন স্থাপন করলে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি কনস্যুলার সেবা পাবে, যা তাদের জন্য সহজ এবং সাশ্রয়ী হবে।

বর্তমানে নিউজিল্যান্ডে বাংলাদেশসহ ৭২টি দেশের কূটনৈতিক মিশন রয়েছে। বাংলাদেশের মিশন স্থাপন হলে তা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, মিশন স্থাপনের ব্যয় পরবর্তী অর্থবছরে (২০২৫-২৬) নির্বাহ করা হবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv