কঙ্গোতে রহস্যজনক রোগে ৭৯ তরুণের মৃত্যু

আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৫:০৫:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৫:০৫:২৭ অপরাহ্ন

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে এক রহস্যজনক রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৯ জন। নিহতদের সবার বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে জানায়, কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফ্লুয়ের মতো উপসর্গ সৃষ্টি করা অজ্ঞাত একটি রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ব্যক্তিদের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে, এবং তাদের মধ্যে জ্বর, মাথাব্যথা, শ্বাসকষ্ট ও সর্দির মতো সাধারণ ফ্লু লক্ষণ দেখা দিয়েছিল।

এ পর্যন্ত প্রায় ৩০০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে কঙ্গোর কোয়ানগো প্রদেশে এটি বেশি বিস্তার লাভ করেছে।

এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। চিকিৎসকরা নিয়মিত হাত ধোয়া এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ইবোলার নতুন ভ্যারিয়েন্ট হতে পারে, তবে এ ব্যাপারে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv