‘অনুমতি ছাড়া’ বাংলাদেশবিরোধী বিক্ষোভ, চেন্নাইয়ে গ্রেফতার ৫০০

আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০৫:৫০:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০৫:৫০:০০ অপরাহ্ন

বাংলাদেশবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ৫০০ ভারতীয়কে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ। এদের মধ্যে ১০০ জন নারী রয়েছে। ৪ ডিসেম্বর বুধবার চেন্নাইয়ের রাজা রত্নম স্টেডিয়ামের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবি এবং সংখ্যালঘুদের ওপর কথিত হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই বিক্ষোভে অংশ নেন বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা। বিক্ষোভে নেতৃত্ব দেন হিন্দু মুনানির সংগঠক রাজু, এবং উপস্থিত ছিলেন সাবেক রাজ্যপাল তামিলিসাই সাউন্দারারাজন, আরএসএস নেতা কেশব বিনয়গম, বিজেপি নেতা করু নাগরাজন এবং ভি পি দুরাইস্বামী।

বিক্ষোভকারীরা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। বিক্ষোভের পর তারা আন্না সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের পুলিশ গাড়ি এবং এমটিসি বাসে করে আরআর স্টেডিয়াম থেকে সরিয়ে আনা হয়। তাদেরকে শহরের আন্না অডিটোরিয়াম ও পেরিয়ামেটের একটি করপোরেশন কমিউনিটি হলে আটকে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভের আয়োজনের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি, তাই তাদের বিরুদ্ধে এজমোর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিনের বিক্ষোভের কারণে এজমোরের রুকমণি লক্ষ্মীপতি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ১৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা যাতে নিরাপত্তা বলয় ভেঙে মিছিল চালিয়ে যেতে না পারে, সেজন্য রাস্তার বিভিন্ন প্রান্তে ব্যারিকেড বসানো হয়েছিল।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv