পুলিশের ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন

আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন
পুলিশের ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এতে জানানো হয়, ডিএমপির সাবেক কমিশনার মো. মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে), শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ সদরদপ্তরে, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবুল কালাম সিদ্দিককে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. দেলোয়ার হোসেনকে সিআইডির অতিরিক্ত কমিশনার, সিআইডির ডিআইজি এস এন মো. নজরুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেনকে ডিএমপির যুগ্মকমিশনার করা হয়েছে।

এছাড়া ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিনকে ডিএমপির ডিসি, টিডিএসের মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের শফিকুল ইসলামকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি, সিআইডির মোহাম্মদ মনিরুজ্জামানকে সিআইডির পুলিশ সুপার, সিআইডির মো. সালাউদ্দিনকে একই সংস্থার পুলিশ সুপার করা হয়েছে।এছাড়া ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ আবুল কালাম আজাদকে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং পিবিআইয়ের শাহ মো. আব্দুর রউফকে ডিএমপির উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।এছাড়া অন্য আরেক প্রজ্ঞাপনে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বেগম শামীমা আরাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv