পরবর্তী জয়া বচ্চন হয়ে ওঠার দৌড়ে নাম লিখিয়েছেন কাজল

আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৩:৪৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৫:০৩:৫৬ অপরাহ্ন
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। ছয়টি ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। বিনোদন জগতে কাজল বরাবরই ভীষণ মুডি। নিজের ইচ্ছামতো কাজ করতেই পছন্দ করেন তিনি। লোকদেখানোর কাজ তিনি করেন না তা অতীতে বহুবার বলেছেন এ অভিনেত্রী। 
কখনো প্রকাশ্যে এসেছে তার খামখেয়ালি আচরণের ছবি, আবার কখনো প্রকাশ্যে সমালোচনার ঝড় তুলেছে তার ব্যবহার। এখন আবার কথায় কথায় হারাচ্ছেন মেজাজ। পান থেকে চুন খসলেই চোখ বড় বড় করে বকুনি দিচ্ছেন সবাইকে। এই দেখে অনেকে আবার বলছেন— তিনি নাকি পরবর্তী জয়া বচ্চন হয়ে ওঠার দৌড়ে নাম লিখিয়েছেন। আবার 'দ্বিতীয় জয়া বচ্চন' বলে কটাক্ষ করতেও ছাড়ছেন নেটিজেনরা।প্রতি বছর ধুমধাম করে মুম্বাইয়ের মুখার্জি বাড়িতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বিশেষ দায়িত্বে থাকেন অভিনেত্রী কাজল। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু তার মধ্যেই একাধিকবার চটেছেন তিনি। কখনো ফটোসাংবাদিকদের জমানো ভিড় দেখে ধমক দিয়েছেন এ অভিনেত্রী। আবার কখনো ভোগ পরিবেশনের সময় অতিথি ছবি তুলতে গেলেও চোখ রাঙিয়েছেন কাজল। 

পূজামণ্ডপে জুতা পরে ফটোসাংবাদিক ঢুকে পড়লে কাজল বকুনি দিয়েছেন— এখনই জুতা খুলে আসুন। এখানে পূজা হচ্ছে, ভুলে যাবেন না। — এসব দেখেই ভক্তদের প্রশ্ন ছিল, কাজল কি খুব রাগী? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী কাজল বলেন, তিনি মোটেই সব সময় রেগে থাকেন না। কোনো কোনো দিন মেজাজ খারাপ থাকে। দিনটাই হয়তো খারাপ যায়। তখন রাগ প্রকাশ করেন। তবে এ নিয়ে কোনো আফসোস নেই তার। রাগ দেখে লোকে কী ভাবছে, তার জন্য নিজের আচরণে কোনো পরিবর্তন করবেন না তিনি।

কাজল বলেন, হ্যাঁ আমি রেগে যাই। প্রত্যেকটা দিন তো এক রকমের হয় না। আমি এমনই। তারকা বলে ভাবমূর্তি রক্ষা করার জন্য আমি নিজেকে বদলাতে পারব না। অন্য কেউ কেন বলে দেবে আমি কখন হাসব আর কখন রেগে যাব।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv