প্রেমিকের সঙ্গেই কীর্তির বিয়ে

আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০২:০৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০২:০৭:৪৯ অপরাহ্ন

দেড় দশক প্রেম করার পর প্রেমিকের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টোনি থাটির সঙ্গে গাটছড়া বাঁধতে যাচ্ছেন ‘সরকার’খ্যাত এই অভিনেত্রী। খবর পিঙ্কভিলার এ প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ১২ ডিসেম্বর ভারতের পর্যটন এরিয়া গোয়াতে বসবে কীর্তি-অ্যান্টোনির বিয়ের আসর। ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুই পরিবারের সদস্য ছাড়া বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত থাকবেন. এরই মধ্যে চেন্নাই থেকে বিমানযুগে গোয়াতে পৌঁছে গেছেন কীর্তি-অ্যান্টোনি ও তাদের বন্ধুরা। কীর্তির এক বান্ধবী কয়েকটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সেখানে বিমান টিকিটের ছবিও রয়েছে। এ ছবিতে লেখা রয়েছে— “এবং শুরু।” হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “কেএ (কীর্তি-অ্যান্টোনি) এর বিয়ে।” পরে এ পোস্ট কীর্তি তার ইনস্টাগ্রামে শেয়ার করেন।কয়েক দিন আগে কীর্তি সুরেশের বিয়ের নিমন্ত্রণপত্র ইন্টারনেটে ভাইরাল হয়। তাতে কীর্তির বাবা-মা, জি সুরেশ কুমার এবং মেনকা সুরেশের স্বাক্ষর রয়েছে। বিয়ের কার্ডে লেখা রয়েছে, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের মেয়ে আগামী ১২ ডিসেম্বর বিয়ে করতে যাচ্ছে। খুব ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হবে। আশা করছি, তাদেরকে আপনাদের প্রার্থনায় রাখবেন।”

আগামী ১০ ডিসেম্বর শুরু হবে কীর্তি-অ্যান্টোনির প্রাক-বিয়ের অনুষ্ঠান। হিন্দু ও খ্রিষ্টান রীতিতে বিয়ে করবেন তারা। ১২ ডিসেম্বর সকালে হিন্দু রীতিতে বিয়ের অনুষ্ঠান হবে। ঐহিত্য মেনেই শাড়িতে কনে সাজবেন কীর্তি। এদিন, বিকালে চলে যাবেন চার্চে। সূর্যাস্তের সময়ে খ্রিষ্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই প্রেমিক যুগল।২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ। এরপর আরো বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি।২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি। এ পর্যন্ত তার অভিনীত ৩৭টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে আরো ৩টি সিনেমার কাজ রয়েছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv