হাতিরঝিলে হাফ ম্যারাথন, প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা

আপলোড সময় : ০৬-১২-২০২৪ ০৩:০৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৪ ০৩:০৭:৫৪ অপরাহ্ন
হাতিরঝিলে হাফ ম্যারাথন, প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা‘রান ফর দ্য আর্থ’ এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হয়েছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা। নারী-পুরুষ মিলিয়ে এবারের আসরে অংশ নেন প্রায় ৭০০ দৌড়বিদ।আয়োজকদের মতো পরিবেশ বাঁচাতে অ্যাথলেটরাও বার্তা দিয়েছেন প্লাস্টিকের ব্যবহার কমানোর। আর আয়োজনে পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকায় প্রশংসায় ভাসিয়েছেন 'অ্যাথলেট এক্স'এর এমন উদ্যোগকে। চান এমন আয়োজনের ধারাবাহিকতার।পৃথিবীর জন্য মানুষ, নাকি মানুষের জন্য পৃথিবী। এই বিতর্ক বহুদিনের। তবে পৃথিবী সুন্দর থাকলেই সুস্থ থাকবে মানুষ, এ নিয়ে নেই কোনো বিতর্ক। আর এই বার্তাটা পৌঁছাতেই খুব সকালে রাজধানীর হাতিরঝিলে হাজারো মানুষের সমাগম। ভোর ৬টায় ২১ কিলোমিটার পথ পাড়ি দেয়ার লক্ষ্যে শুরু হয় 'রান ফর দ্য আর্থ' ম্যারাথন-২০২৪।'অ্যাথলেট এক্স' এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে এই হাফ ম্যারাথন প্রতিযোগিতা। উদ্দেশ্যে, পরিবেশ সুন্দর রাখতে প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা পৌঁছানো। অ্যাথলেটরাও প্রশংসায় ভাসিয়েছেন এমন উদ্যোগকে।
 
এবারের এই আসরে অংগ্রহণ করেন প্রায় ৭০০ অ্যাথলেট। যার মধ্যে কেউ প্রথম, আবার কেউ দৌড়েছেন বিভিন্ন ম্যারাথন প্রতিযোগিতায়। ছিলেন শিশু ও বৃদ্ধরাও।পুরষদের মতো দুই ক্যাটাগরিতে অংশ নিয়েছেন প্রায় শতাধিক নারী অ্যাথলেইটও। জয় পরাজয়ের চেয়েও যাদের কাছে গুরুত্ব বেশি মনোবল বৃদ্ধি ও সু-স্বাস্থের।প্রথম আসরে পুরুষ ২১ কিলোমিটার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ইমরান হোসেন, আর সাড়ে সাত কিলোমিটার প্রতিয়োগিতায় বিজয়ী আশরাফুল আলম। নারীদের দুই ক্যাটাগরিতে প্রথম হয়েছেন পারুল দাস ও লিপা খাতুন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv